মঙ্গলবার, ফেব্রুয়ারী ২১, ২০১৭

শ্রীলংকা সফরের টেস্ট দল ঘোষণা, ফিরেছেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক:
আসন্ন শ্রীলংকা সফরের জন্যে টেস্ট দল
ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন কাটার-
মাস্টার মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ
সম্মেলনে এ দল ঘোষণা করে বিসিবি।
শতভাগ ফিট না থাকায় ইমরুল কায়েস
বাদ পড়েছেন দল থেকে। ভারতের সফরে
গিয়ে টেস্টের আগে ইনজুরিতে পড়ে
দেশে ফিরে আসেন এ ওপেনার। তার
বদলে ভারতে যান লিটন দাস। লিটন
ভারতে গেলেও একমাত্র টেস্ট দলে স্থান
হয় নি এ উইকেটকিপার ব্যাটসম্যানের।
শ্রীলংকা সফরে লিটনও আছেন দলে।
ভারতের বিপক্ষে টেস্ট দলে শফিউল
ইসলাম থাকলেও তিনি বাদ পড়েছেন।
লিটনের মতো তিনিও খেলার সুযোগ পান
নি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাটার-
মাস্টার মোস্তাফিজুর রহমান। আর ফর্মে
থাকার কারণে দলে জায়গা হয়েছে রুবেল
হোসেনের।
এদিকে, ম্যাচ না খেলিয়েই শফিউলের
বাদ পড়া প্রসঙ্গে নির্বাচক কমিটির
অন্যতম সদস্য মিনহাজুল আবেদিন নান্নু
বলেন, সে (শফিউল) ভারতে প্র্যাকটিস
ম্যাচে বল করেছে, আশানুরূপ করেনি।
শুভাশিস ভালো বল করেছে।
মোস্তাফিজ ফেরায় দুজনের যেকোনো
একজনকে বাদ দিতে হতো। তবে দলে না
থাকা মানে বিবেচনায় নেই এমন না।
ইমরুল যদি ফিটনেস ফিরে পান তবে
দ্বিতীয় টেস্টের দলে তাকে নেয়া হতে
পারে বলেও জানান নান্নু
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট
দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল,
সৌম্য সরকার, মমিনুল হক,
মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান,
সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল
ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল
ইসলাম রাব্বি, মোস্তাফিজুর
রহমান, মেহেদী হাসান মিরাজ,
মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায়
চৌধুরী, রুবেল হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন