উপমহাদেশের প্রখ্যাত
বুযুর্গ, ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর
৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে
আগামীকাল (১৫ জানুয়ারি) রবিবার
জকিগঞ্জে ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন
বালাই হাওরে অনুষ্ঠিত হবে বিশাল ঈসালে
সওয়াব মাহফিল। মাহফিলের সকল প্রস্তুতি
ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে।
বালাই হাওরে তৈরি হয়েছে বিশাল
প্যান্ডেল ও সুদৃশ্য মঞ্চ। গাড়ী পার্কিং-এর
জন্য প্রস্তুত করা হয়েছে নির্ধারিত মাঠ।
আগত মেহমানদের খাবারের জন্য
প্রতিবারের মতো করা হয়েছে বিশাল
আয়োজন। মাহফিলের প্রয়োজনীয় দিক-
নির্দেশনা সম্বলিত লিফলেট ইতোপূর্বে
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ
করা হয়েছে।
রতনগঞ্জ বাজারে ছাহেববাড়ির প্রবেশ
পথে টানানো হয়েছে মাহফিলের
মানচিত্র। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত
থাকবে পুলিশ বাহিনী। পাশাপাশি
সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে প্রায়
হাজারো স্বেচ্ছাসেবক। মাহফিল উপলক্ষে
ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন
মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর খতীব
সায়্যিদ আল হাবীব মুহাম্মদ আবদুল্লাহ
আল-আইদারুস।
শনিবার (১৪ জানুয়ারি) এসে পৌঁছবেন
ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত বুযুর্গ,
খতীবে আ’যম আল্লামা ওজীহ উদ্দীন খান
রামপুরী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি, উর্দু
পত্রিকা ‘দ্বিয়ায়ে ওজীহ’র সম্পাদক ড.
শাহআইরুল্লাহ খান রামপুরী, রামপুর নবাবী
মসজিদের নায়েবে ইমাম ও খতীব,
মাদরাসায়ে জামিউল উলূম ফুরকানিয়ার
উস্তায হযরত মাওলানা ই’তিসামুল্লাহ খান
রামপুরী ও মাওলানা মাকারিমুল্লাহ খান
রামপুরী। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ কাল
এসে পৌঁছবেন।
সকাল ১০টা ৩০ মিনিটে আল্লামা ফুলতলী
ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারতের
মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর
খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল
অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে
রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান,
দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর
মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও
স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর
সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল
মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা
ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ
ফুলতলী।
প্রতি বছরের মতো এবারও মাহফিলে
সমবেত হবেন লাখো মানুষ। মাহফিলের
দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ,
আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ,
চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য
রাখবেন।
বুযুর্গ, ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর
৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে
আগামীকাল (১৫ জানুয়ারি) রবিবার
জকিগঞ্জে ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন
বালাই হাওরে অনুষ্ঠিত হবে বিশাল ঈসালে
সওয়াব মাহফিল। মাহফিলের সকল প্রস্তুতি
ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে।
বালাই হাওরে তৈরি হয়েছে বিশাল
প্যান্ডেল ও সুদৃশ্য মঞ্চ। গাড়ী পার্কিং-এর
জন্য প্রস্তুত করা হয়েছে নির্ধারিত মাঠ।
আগত মেহমানদের খাবারের জন্য
প্রতিবারের মতো করা হয়েছে বিশাল
আয়োজন। মাহফিলের প্রয়োজনীয় দিক-
নির্দেশনা সম্বলিত লিফলেট ইতোপূর্বে
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ
করা হয়েছে।
রতনগঞ্জ বাজারে ছাহেববাড়ির প্রবেশ
পথে টানানো হয়েছে মাহফিলের
মানচিত্র। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত
থাকবে পুলিশ বাহিনী। পাশাপাশি
সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে প্রায়
হাজারো স্বেচ্ছাসেবক। মাহফিল উপলক্ষে
ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন
মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর খতীব
সায়্যিদ আল হাবীব মুহাম্মদ আবদুল্লাহ
আল-আইদারুস।
শনিবার (১৪ জানুয়ারি) এসে পৌঁছবেন
ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত বুযুর্গ,
খতীবে আ’যম আল্লামা ওজীহ উদ্দীন খান
রামপুরী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি, উর্দু
পত্রিকা ‘দ্বিয়ায়ে ওজীহ’র সম্পাদক ড.
শাহআইরুল্লাহ খান রামপুরী, রামপুর নবাবী
মসজিদের নায়েবে ইমাম ও খতীব,
মাদরাসায়ে জামিউল উলূম ফুরকানিয়ার
উস্তায হযরত মাওলানা ই’তিসামুল্লাহ খান
রামপুরী ও মাওলানা মাকারিমুল্লাহ খান
রামপুরী। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ কাল
এসে পৌঁছবেন।
সকাল ১০টা ৩০ মিনিটে আল্লামা ফুলতলী
ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারতের
মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর
খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল
অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে
রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান,
দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর
মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও
স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর
সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল
মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা
ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ
ফুলতলী।
প্রতি বছরের মতো এবারও মাহফিলে
সমবেত হবেন লাখো মানুষ। মাহফিলের
দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ,
আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ,
চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য
রাখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন