মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০১৭

মোগলাবাজার -আনিলগনজ রোডের সিএনজি শ্রমিকদের পুর্ব গঠনার জের সংঘর্ষ

মোগলাবাজার -আনিলগনজ রোডের সিএনজি শ্রমিকদের পুর্ব গঠনার
বিচার নিষ্পত্তির মধ্য খানে কথা
কাটাকাটির জের ধরে আজ মংগলবার
বেলা বারটার দিকে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে
পড়ে উভয় পক্ষ। পরে জনপ্রতিনিধি ও
স্হানীয় মুরব্বিয়ানগনের মধ্যস্হতায়
 সংঘর্ষ বন্দ হয়। প্রায় তিন ঘন্টাব্যাাপী
সংঘর্ষে উভয় পক্ষের
শতাধিক মানুষ আহত হয়।
 আহতদের স্হানীয় ভাবে চিকিংসা
প্রদান গুরুতর আহতদের উসমানী
মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রমিকদের এ ঘঠনায় মোগলাবাজার ও জালালপুর ইউনিয়নের একাংশের
জনসাধারণ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন