বুধবার, মে ০৩, ২০১৭

ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সম্পন্নঃ সভাপতি - শরীফ সম্পাদক - আহাদ

বুধবারঃ বাংলাদেশ আআনজুমানে তালামীযে ইসলামিয়া মাইজগাও ইউনিয়ন শাখার অধিনস্থ কচুয়াবহর আঞ্চলিক শাখার কাউন্সিল বুধবার সন্ধ্যায় কচুয়াবহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শরীফ আহমদ কে সভাপতি আহাদ আহমদ কে সাধারণ সম্পাদক ও ইমাদ হাসান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০১৭-১৮ সেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট (পূর্ব)  জেলা প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান ছাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা (পূর্ব) সদস্য হাবিলুর রহমান জুয়েল, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি হাফিজ শাহরিয়ার নাজিম, মাইজগাও ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মারুফ, সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, অর্থ সম্পাদক আবু তাহেফ শিবলু, মিজানুর রহমান, টুটুল আহমদ, প্রমুখ।

দয়াময় দয়া কর .................শাহ মো: ইমাদ উদ্দিন নাসিরী

দয়াময় দয়া কর
.................শাহ মো: ইমাদ উদ্দিন নাসিরী
সবাই যখন বলে আমায়
আমি কেমন আছি
কথার কথা বলি সদা
আমি ভাল অাছি।
আসলে যে আমি ভাল নই
কেমন করে সবাইকে বলি
কেহ জানেনা আমায় হ্রদয় জালা
এমনি ভাবে যে চলি।
চলার পথে অনেক বাধা
প্রতিনিয়ত করছি সদা পার
কার কাছে বলব আমি
মনের দুংখ ব্যাথা ভার।
দয়াময় দয়া কর
শোন আমার আকুতি
 হ্রদয় জালা মিটাও আমায়
এই অদমের  মিনতি।
লেখক:- ভাইস চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান১
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ,সিলেট।