শনিবার, জানুয়ারী ২১, ২০১৭

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ‘র নির্বাচনে কামরান জয়ী


ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (১) এর
নির্বাচনে পরিচালকপদে কামরানুল ইসলাম কামরান
নির্বাচিত হয়েছেন।
শনিবার ২১ ফেঞ্চুগঞ্জের কাসিম আলী
মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পল্লীবিদ্যুৎ
সমিতির সদস্যরা ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে পরিচালকপদে বাল্ব মার্কায় কামরানুল
ইসলাম কামরান ১০৬৩ ভোট পেয়ে নির্বাচিত
হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে
বিজন কুমার দেবনাথ ৯৮০ ভোট পেয়ে
দ্বিতীয় ও মাজহারুল ইসলাম রাসেল ৪৭৪
ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ভোট গনণা শেষে প্রিজাইডিং অফিসার পল্লী
বিদ্যুৎতায়ন সিলেটের উপ-পরিচালক খাদেমুল
হক ফলাফল ঘোষণা করেন। ফলাফল
ঘোষণার সাথে সাথে বিজয়ী কামরানুল
ইসলাম কামরানের সমর্থকরা উল্লাসে ফেটে
পড়ে। এ সময় কামরানের সমর্থকরা
কামরানকে নিয়ে বিজয় মিছিল করে মাইজগাঁও
বাজার প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য মোট ৭ হাজার ৪শ ৩৫ টি
ভোটের মধ্যে ২৫৩৫টি ভোট কাষ্ট হয়।
যার মধ্যে বাতিল হয়েছে ১৮টি ভোট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন